Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিতভাবে সুরক্ষিত রাখার জন্য দৈনিক ভিত্তিতে গুগল ফর্ম এর মাধ্যমে তথ্য প্রেরণ
Details
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারীকৃত গাইডলাইন, নির্দেশনা পত্র এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশসমূহের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিতভাবে সুরক্ষিত রাখার জন্য দৈনিক ভিত্তিতে মনিটরিং করার লক্ষ্যে একটি মনিটরিং চেকলিস্ট প্রস্তুত করা হয়েছিল। কোভিড-১৯ সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় মনিটরিং চেকলিস্টের তথ্যসমূহ গুগল ফর্ম এর মাধ্যমে পত্র জারীর পর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন বেলা ৫টার মধ্যে প্রদান করতে হবে।  

এমতাবস্থায়, কোভিড-১৯ সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে দৈনিক ভিত্তিতে তাঁর প্রতিষ্ঠানের তথ্য গুগল ফর্ম এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হলো।


গুগল ডকস্‌ এ তথ্য প্রদানের জন্য নিম্নোক্ত লিংকে ক্লিক করতে হবে। 

https://docs.google.com/forms/d/1LxuPU4u3E0GZJS9StEDvGVG74_lbNKPjtmHoZVPscrM/viewform?edit_requested=true

Publish Date
02/01/2022
Archieve Date
31/12/2022